শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা আয়োজন করেছে ‘ফ্রি মেডিক্যাল ও চেকআপ ক্যাম্প ২০২৫।’ এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ব্যাপক অংশগ্রহণ ও উচ্ছ্বাস দেখা গেছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন হয়। দুপুর পর্যন্ত প্রায় ৭০০ শিক্ষার্থী বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
ক্যাম্পে বিনামূল্যে রক্ত পরীক্ষা, রক্তচাপ ও গ্লুকোজ টেস্ট, মানসিক স্বাস্থ্য পরামর্শ, ওষুধ প্রদান, চা স্টল, প্রকাশনী স্টল, ইনফরমেশন ডেস্ক, ডাক্তার চেম্বার, পিঠা, প্রসাধনী, মেহেদী উৎসব ও বুটিক স্টলসহ নানা আয়োজন ছিল।
ক্যাম্প পরিদর্শনে এসে ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘আজকের প্রোগামটি খুবই সুন্দর। মেয়েদের ফ্রি মেডিক্যাল সেবার পাশাপাশি বিভিন্ন সেবা দেয়া হচ্ছে। এ রকম আয়োজন আমাদের মেয়েদেরকে উজ্জীবিত করবে বলে আশা করছি।’
সংগঠনটির শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা মাথায় রেখে আমাদের এ আয়োজন। আমরা বোনদের জন্য ব্যতিক্রমধর্মী সেবা রাখার চেষ্টা করেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থী আমাদের ক্যাম্প থেকে বিভিন্ন সেবা নিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ক্যাম্পাসে ব্যানারভিত্তিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় আমরা কাজ করতে পারিনি। গত সেপ্টেম্বরে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সময়োপযোগী এ আয়োজন করতে পেরেছি।’
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুমাইয়া নাভা বলেন, ‘আমাদেরকে দীর্ঘদিন প্রোগ্রাম আয়োজন করতে দেয়া হয়নি। কোনঠাসা করে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর থেকেই আমরা মেয়েদের জন্য আলাদা একটি প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা করেছিলাম। অবশেষে আজ তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। সিলেটের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে সেবা দিচ্ছেন। নিজেদের অর্থায়নে আয়োজন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি।’
এ সময় অনুষ্ঠানে আসা নারী শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এক জায়গায় নানা ধরনের সেবা পাওয়া গেছে, যা আমাদের জন্য খুবই উপকারী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপের মাঝে এমন আয়োজন মন ভালো করে দেয়। বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো অনেক সহায়ক ছিল।
দিনভর মেডিক্যাল ক্যাম্প ঘিরে ছাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে।



