‘নামে মুসলমান বলেই নব্বই শতাংশের এদেশে চুরি, দুর্নীতি, অর্থ পাচারের ঘটনা ঘটছে’ — এমন মন্তব্য করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৫-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুর রব বলেন, ‘আমাদের দেশে নীতি-নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা বিদূরিত করে সত্য ও ন্যায়ের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই চুরি, দুর্নীতি বন্ধ হয়ে ঐক্যবদ্ধ জাতি গঠিত হবে।’
‘দেশের গরীব মানুষ কঠোর পরিশ্রম করে হালাল উপার্জন করছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষিত নামধারী লোকেরাই চুরি, দুর্নীতি আর দেশের টাকা বিদেশে পাচারের সাথে জড়িত। নীতি-নৈতিকতাহীন শিক্ষাই এর জন্য দায়ী।’
‘ধর্মীয় শিক্ষা-বিহীন শিক্ষাব্যবস্থার কারণে মানুষ পাষবিক ও মনুষ্যত্বহীন হয়ে পড়ছে’ উল্লেখ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিক্ষাবিদ ও পরিবেশ বিজ্ঞানী আরো বলেন, ‘আজকের পৃথিবীর ৯৫ ভাগ সম্পদ মাত্র পাঁচ শতাংশ মানুষের হাতে। এই পাঁচ শতাংশের নিয়ন্ত্রণেই বাকি ৮০ থেকে ৯০ ভাগ মানুষ লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, আর তাদের জন্য বরাদ্দ থাকে কেবল উচ্ছিষ্ট।’
মানারাতের ভিসি বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানে ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি ও ফ্রান্স শীর্ষে অবস্থান করলেও তাদের মাঝে নীতি-নৈতিকতার অভাব প্রকট। নৈতিকতাবিহীন শিক্ষার কারণেই পশ্চিমা সমাজে হিংসা, বিদ্বেষ, আত্মহত্যা, নারীদের যৌন নির্যাতন ও হয়রানির ঘটনা প্রতিনিয়ত ঘটছে।’
প্রফেসর আবদুর রব আরো বলেন, ‘বিশ্ব থেকে আজ লর্ড ক্লাইভদের উপনিবেশবাদ বিদায় নিলেও পশ্চিমারা নতুন কলোনিজমের মাধ্যমে আবারও বিশ্ব নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ উসকে দিচ্ছে, জাতিসংঘের সিদ্ধান্তগুলো উপেক্ষা করছে। ফলে বিচারের বাণী নিভৃতে কাঁদছে।’
তিনি উদাহরণ টেনে বলেন, ‘গরু খাওয়ার কারণে মুসলমানদের পিটিয়ে মারা কিংবা হিজাব পরার দায়ে নারীদের হেনস্তা করা—এসব ঘটনা ঘটছে, অথচ পৃথিবী নিশ্চুপ।’
বর্তমান পরিস্থিতির উন্নয়নে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে হবে—কারণ ইসলামের শিক্ষাই মানবতার প্রতিফলন ঘটায়, হিংসা-বিদ্বেষ, কুসংস্কার ও বিভেদ দূর করে মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।