মিসরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের হাদীস ও উলুমুল হাদীস বিভাগে অনুষ্ঠিত তামহীদি মাস্টার্স ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মাদ তাওহীদুল ইসলাম।
সোমবার (১৩ অক্টোবর) নয়া দিগন্তকে তাওহীদুল ইসলাম জানান, শিক্ষাবর্ষ ২০২৪–২৫ খ্রিষ্টাব্দের এই পরীক্ষায় তিনি মোট ১২০০ নম্বরের মধ্যে ১০২১ নম্বর পেয়ে (গড় ৮৫.০৮) ‘জাইয়্যিদ জিদ্দান’ গ্রেডে উত্তীর্ণ হন।
ইতোপূর্বেও মুহাম্মাদ তাওহীদুল ইসলাম আল-আজহারে ধারাবাহিক কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ২০২২–২৩ শিক্ষাবর্ষে ইসলামিক থিওলজি ফ্যাকাল্টির হাদীস ও উলুমুল হাদীস বিভাগ থেকে স্নাতক (চার বছর মেয়াদি) প্রোগ্রামের সমষ্টিগত ফলাফলে শতকরা ৯০ ভাগ নম্বর পেয়ে সকল বিদেশী শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ‘এক্সিলেন্ট’ (মুমতায) গ্রেড লাভ করেন।
এর আগের বছর ২০২১–২২ শিক্ষাবর্ষে একই বিভাগে শতকরা ৯০ ভাগ নম্বর পেয়ে সকল বিদেশী শিক্ষার্থীদের সমান নম্বর পেয়ে সকল বিদেশী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।
মুহাম্মাদ তাওহীদুল ইসলাম বাংলাদেশের পাবনা জেলার আমিনপুর থানার এক ধর্মপরায়ণ ও শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা গোলাম মোস্তফা একজন ব্যবসায়ী ও দ্বীনদার ব্যক্তি।
মুহাম্মাদ তাওহীদুল ইসলাম ২০১৪ সালে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারীতে প্রথমবার এবং ২০১৫ সালে ভারতের দারুল উলুম দেওবন্দে দ্বিতীয়বার কৃতিত্বের সাথে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৭ সালে দারুল উলুম হাটহাজারীতে দুই বছর মেয়াদি ইফতা বিভাগ সমাপ্ত করেন।
ইসলামী জ্ঞানচর্চা ও গবেষণার উচ্চতর পর্যায়ে নিজেকে প্রস্তুত করার লক্ষ্যে তিনি ২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য মিসরে পাড়ি জমান এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
মুহাম্মাদ তাওহীদুল ইসলামের এই কৃতিত্বকে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এক গৌরবময় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইসলামী জ্ঞান, গবেষণা ও বিশ্বসভ্যতার আলোচনায় আল-আজহারের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় তার এই সফলতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইলমি ও শিক্ষাবিষয়ক ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে।