বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক ইনান

উল্লেখ্য, এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন যথাক্রমে অপূর্ব চন্দ্র দাস এবং আব্দুল্লাহ আল রাফি।

শেফাক মাহমুদ, বুটেক্স
বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক ইনান
বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক ইনান |সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম ক্লাব বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোয়াখ্যেরুল ইসলাম নাঈম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ইনান উদ্দিন আহমেদ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ সালের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নাঈম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক ইনান একই ব্যাচের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

কমিটি ঘোষণা করেন ক্লাবের মডারেটর, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এমদাদ সরকার।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, কোষাধ্যক্ষ রিশাদ আহমেদ এবং সহ-সভাপতি হিসেবে মো: মুশফিকুর রহমান, মো: মোসাদ্দিক রশিদ মোল্লা, মো: ফরহাদ হোসাইন, মো: জীবন সরকার, মো: রাকিব উদ্দিন, খুশবুবা আলম ব্রতী ও মাহফুজুল হাসান অভি মনোনীত হন।

সভাপতি মোয়াখ্যেরুল ইসলাম নাঈম বলেন, মহান রবের কৃপায় আমি বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। এটি আমার কাছে শুধু একটি পদ নয়, বরং এক পবিত্র দায়িত্ব। সম্মানিত শিক্ষকমণ্ডলী, প্রিয় সহপাঠী, ক্লাবের সদস্য এবং ক্যাম্পাস ও হলসগুলোর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমর্থনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। আমি দোয়া প্রার্থী, যেন তরুণদের উদ্দীপনা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণকে ধারণ করে ক্লাবের কার্যক্রমকে আরো সমৃদ্ধ ও গঠনমূলক করতে পারি।

সাধারণ সম্পাদক শেখ ইনান উদ্দিন আহমেদ বলেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একদিকে সম্মানের, অন্যদিকে বড় দায়িত্বের প্রতীক। আমাদের ক্লাব শুরু থেকেই তরুণদের দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা বিকাশ এবং নেতৃত্বগুণ গড়ে তুলতে কাজ করছে। নতুন কমিটিও সেই ধারা অব্যাহত রেখে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আমাদের লক্ষ্য শুধু ক্লাবকে এগিয়ে নেয়া নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে অবদান রাখা।

উল্লেখ্য, এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন যথাক্রমে অপূর্ব চন্দ্র দাস এবং আব্দুল্লাহ আল রাফি।