শাবিপ্রবিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলন শুরু

‘আজকের এই সফল আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নতুন প্রেরণা ও দিকনির্দেশনা দেবে। এই সম্মেলনের মাধ্যমে গবেষকরা জ্ঞান, ধারণা ও অভিজ্ঞতার বিনিময় করবেন এবং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
শাবিপ্রবিতে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলন
শাবিপ্রবিতে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলন |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দু’ দিনব্যাপী আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন ফিজিক্স-২০২৫’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন ও স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস’র ডিন অধ্যাপক মো: আহমদ কবির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের, যাদের নিরলস পরিশ্রমের ফলেই আজকের এই আয়োজন। দেশী-বিদেশী শিক্ষাবিদদের অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করেছে।’

তিনি বলেন, ‘আজকের এই সফল আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নতুন প্রেরণা ও দিকনির্দেশনা দেবে। এই সম্মেলনের মাধ্যমে গবেষকরা জ্ঞান, ধারণা ও অভিজ্ঞতার বিনিময় করবেন এবং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক সাজেদুল করিম বলেন, ‘এই সম্মেলনে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের উপস্থিতি প্রশংসনীয়। বিপুলসংখ্যক গবেষণাপত্র উপস্থাপন করা হবে, যা পদার্থবিজ্ঞানের অগ্রগতিকে আরো সমৃদ্ধ করবে। বিশেষ করে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, পরীক্ষামূলক গবেষণা ও আধুনিক প্রযুক্তিনির্ভর কাজগুলো ভবিষ্যৎ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।’

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন বলেন, ‘আজকের এই সম্মেলন সিনিয়র ও জুনিয়র গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা, যেখানে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাভাবনা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক আয়োজন তরুণ গবেষকদের অভিজ্ঞ গবেষকদের কাছ থেকে শেখার পাশাপাশি নিজেদের ধারণা ও গবেষণা উপস্থাপনের অনন্য প্ল্যাটফর্ম তৈরি করে। সম্মেলনের আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন দৃষ্টিভঙ্গি ও গবেষণার দিকনির্দেশনা লাভ করবেন, যা ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‘

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো: শাহ আলম।

উল্লেখ্য, দু’ দিনব্যাপী এ সম্মেলনে ১৮৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।