ইবিতে ছাত্রশিবিরের আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খালেদা জিয়া হল

যখন মানুষ প্রশ্ন ছুঁড়তে পারে তখন দেশ ক্রমাগত সমৃদ্ধির দিকে যেতে থাকে। আমরা উন্নত রাষ্ট্রগুলোতে দেখে থাকি কোনো আইন পাশ করার আগে তাদের ছায়া সংসদে তার যৌক্তিকতা নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক হয়। আর এ যোগ্যতা তৈরি হবে ডিবেটের মাধ্যমে।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অতিথিরা
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অতিথিরা |নয়া দিগন্ত

ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজিত তিন দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল ও খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির মধ্যে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে একইস্থানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আকতার হোসেন, বিতর্কের বিচারক ইবি ডিবেটিং সোসাইটির সাবেক কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান ও খালিদ হাসান এবং ইবি ডিবেটিং সোসাইটির সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল।

এ সময় চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৪ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফিসহ ৩ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘একটা জাতিকে যদি গড়ে তুলতে হয় তাহলে জাতির মধ্যে লজিক থাকতে হবে। যখন মানুষ প্রশ্ন ছুঁড়তে পারে তখন দেশ ক্রমাগত সমৃদ্ধির দিকে যেতে থাকে। আমরা উন্নত রাষ্ট্রগুলোতে দেখে থাকি কোনো আইন পাশ করার আগে তাদের ছায়া সংসদে তার যৌক্তিকতা নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক হয়। আর এ যোগ্যতা তৈরি হবে ডিবেটের মাধ্যমে।’

ছাত্রশিবিরের এ শীর্ষ নেতা বলেন, ‘আমাদের শিক্ষার হার বাড়ার সাথে সাথে ধর্ষণ, দুর্নীতি ও চাঁদাবাজি বাড়ছে। আমাদের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে আমাদের শিক্ষাব্যবস্থা মানুষ তৈরি করতে ব্যর্থ হচ্ছে। একটি নৈতিকতা সমৃদ্ধ দেশ গড়তে ধর্মীয় শিক্ষা অপরিহার্য।’

উল্লেখ্য, ১৫ আগস্ট ‘ইসলামী শিক্ষা দিবস’ উপলক্ষে গত মঙ্গলবার তিন দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আটটি হল অংশ নেয়।