বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, ইউজিসির সাথে কথা বলে ১০ কার্যদিবসের মধ্যেই দাবি মেনে নেয়ার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হলেও অনশন ভাংছেন না শিক্ষার্থীরা।
এদিকে, আন্দোলনের মুখে আগামী বৃহস্পতিবার ছাত্র সংসদ আইনের খসড়া বিধি চূড়ান্ত করার বৈঠকের চিঠি ইস্যু করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, তৃতীয় দিনে গড়া ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের উত্তর গেটে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা দাবি আদায়ের বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করছেন। এরই মধ্যে অনশনে থাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান। দুপুর ১টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় কমিউনিটি হাসপাতালে। এ নিয়ে মোট পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে নেয়া হলো।
হাসপাতালে থাকা অপর শিক্ষার্থীরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের জাহিদ হাসান জয়, গণিত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১২তম ব্যাচের মাহমুদ কায়সার। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ হাসপাতালে চিকিৎসা নিয়ে আবারো ফিরেছেন অনশনে।
এদিকে, মঙ্গলবারও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে আমরণ অনশনকারীদের সাথে সংহতি প্রকাশ করেন। তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানতে প্রশাসনের ঢিলেমি দাবি করে প্রতিবাদ জানান। এসময় তারা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উঠে ভিসির রুমের সামনেও বিক্ষোভ করেন। একই সাথে আরেকদল শিক্ষার্থী প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে একই দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন।