ডাকসুর ভোটে অব্যবস্থাপনা এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘অব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি। আমরা কিন্তু বারবার সতর্ক করেছি, যাতে তারা সতর্কতার সাথে এই পদক্ষেপগুলো নেন।’
অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে এক্সেস দেয়ার অভিযোগ তুলেছেন।
এ ধরনের আচরণকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে তিনি বলেন, ‘ইমিডিয়েট অ্যাকশন না নিয়ে প্রশাসনের নীরব ভূমিকা দুঃখজনক।’
এরমধ্যে ভোট দিয়েছেন বামপন্থী কয়েকটি সংগঠনের প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু। নির্বাচনে প্রগতির পক্ষের লোকেরা জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বসু জানান, গতবারের ডাকসু নির্বাচনে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। কিন্তু এবার তেমন কিছু মুখোমুখি হতে হয়নি।
ভোট দেয়ার অধিকার পাওয়াকে জুলাই অভ্যুত্থানের অর্জন বলেও উল্লেখ করেন তিনি। একইসাথে ভোটারদের সবাইকে নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
একই আহ্বান জানিয়েছেন জিএস পদের প্রার্থী এস এম ফরহাদও। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অনুরোধ করবো ভোট দিতে। আমরা যে পরিবেশ দেখাবো, বাংলাদেশ সে পথে এগোবে।
অন্যদিকে এবার ভোটাররা অনেক বেশি সচেতন বলে মন্তব্য করেছেন উমামা ফাতেমা। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য ভোটাররা লিস্ট করে এনেছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।