দ্বৈত ডিগ্রি প্রদান, যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষণ সহযোগিতা এবং শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নসহ বিভিন্ন অ্যাকাডেমিক সহযোগিতা বিনিময়ের লক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ), গাম্বিয়া-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে স্মারকে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব।
ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, গাম্বিয়া-এর পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিকস) প্রফেসর ড. মোহাম্মদ আহসান এবং ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস প্রফেসর ড. আফরোজা বুলবুল।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো: মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ প্রমুখ।
সমঝোতা স্মারকের শর্তানুযায়ী উভয় বিশ্ববিদ্যালয় দ্বৈত ডিগ্রি প্রদান, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, আধুনিকশিক্ষণ কৌশল বিনিময় এবং সফট স্কিল উন্নয়সহ অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বিনিময় করতে একাত্মতা প্রকাশ করে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পাশাপাশি মানারাত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে আরো বেশি সক্ষমতা অর্জনে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আবদুর রব।



