জুলাই স্মৃতিকে ধারণ ও স্মরণে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রীতির র্যালি ও ‘জুলাই-২৪ স্মৃতি সড়ক’ নামে একটি সড়ক উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৬ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয় এ সম্প্রীতির র্যালি।
র্যালিটি নতুন কলাভবন ও পরিবহন চত্বর প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে দুপুর ১২টার দিকে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে ভিসির বাসভবন সংলগ্ন প্রধান সড়ককে ‘জুলাই ২৪ স্মৃতি সড়ক’ নামে উদ্বোধন করেন। যা ভিসি বাসভবন থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় পর্যন্ত বিস্তৃত।
নামফলক উন্মোচন শেষে ভিসি বলেন, ‘আজ ১৬ জুলাই শহিদ আবু সাঈদের পক্ষ থেকে আমাদের জেগে ওঠার দিন। এ স্মৃতি সড়ক কেবল একটি নামফলক নয়, এটি আমাদের চেতনার প্রতীক। যারা ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন তারা যেন এ শোককে শক্তিতে রূপান্তর করেন। তাই ছিল শহিদদের আহ্বান। স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। আর সেই বাংলাদেশ গড়ার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে একটি রোল মডেল।’
এ সময় প্রো-ভিসি (শিক্ষা) ড. মাহফুজুর রহমান বলেন, ‘বাঙালি জাতি একটি ইতিহাস রচয়িতা জাতি। তারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। যেমন ২১শে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসে শহিদ দিবস হিসেবে স্বীকৃত তেমনি ১৬ জুলাইও হবে শহিদের দিবস।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবদুর রব। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।