মাভাবিপ্রবি ছাত্রশিবিরের নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি

Location :

Tangail
মাভাবিপ্রবি ছাত্রশিবিরের নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন
মাভাবিপ্রবি ছাত্রশিবিরের নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন |নয়া দিগন্ত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে নবীন উৎসবের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো: হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদের(জাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) মাজহারুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা: রেজওনাজুল হক ও টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার গঠনের ওপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শ’র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।