সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক রিপোর্ট গবেষণা প্রতিষ্ঠান ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শীর্ষস্থান অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা তাদের নিষ্ঠা, মেধা ও একাগ্রতার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব অঙ্গনে প্রতিষ্ঠিত করছে। গবেষণা ও মানসম্পন্ন উচ্চশিক্ষার সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে গবেষণাখাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশে উৎসাহ দিতে প্রণোদনা দেয়া হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে।’
প্রেস বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, ‘বিশ্বব্যাপী প্রকাশিত তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে। র্যাঙ্কিংয়ে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক উৎকর্ষতার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স, সামাজিক বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান বিভাগ বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে। এর মধ্যে কম্পিউটার সায়েন্স বিভাগ ৪০১-৫০০ অবস্থান অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য এক গৌরবজনক অর্জন।’
জানা যায়, ‘টাইমস হায়ার এডুকেশন’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বিশ্বব্যাপী সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রভাবশালী বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং সিস্টেমগুলোর মধ্যে একটি। পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে র্যাঙ্কিং নির্ধারণ করে ‘টাইমস হায়ার এডুকেশন’ প্রতিষ্ঠানটি। সূচকগুলো হলো– শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্পক্ষেত্রের অবদান ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।