মানারাত ইউনিভার্সিটিতে জুলাই ৩৬ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব গুলশান ক্যাম্পাস এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনালে ট্রাইবেকারে ফার্মেসি বিভাগ ফুটবল দলকে হারিয়ে ইংরেজি বিভাগের ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।

নয়া দিগন্ত অনলাইন
চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ
চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ |নয়া দিগন্ত

ঐতিহাসিক জুলাই বিপ্লব স্মরণে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) সপ্তাহব্যাপী অনুষ্ঠিত জুলাই ৩৬ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব গুলশান ক্যাম্পাস এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনালে ট্রাইবেকারে ফার্মেসি বিভাগ ফুটবল দলকে হারিয়ে ইংরেজি বিভাগের ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য মো: এনামুল হক চৌধুরী এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের মডারেটর মো: জামাল হোসাইনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সায়ীদ, ছাত্রবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট আসিফ আবদুল্লাহ ও জেনারেল সেক্রেটারি মামুন খান।

উল্লেখ্য, টুর্নামেন্টে বিভিন্ন বিভাগ থেকে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। সোমবার টুর্নামেন্টের ফাইনালে ইংরেজি বিভাগ ও ফার্মেসি বিভাগের ফুটবল দল মুখোমুখি হয়। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইংরেজি বিভাগের সারিউল ইসলাম। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন একই বিভাগের ছাত্র মুয়াজ।