জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেছে শাখা ছাত্রদল।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, নতুন কলাভবন, কম্পিউটার সায়েন্স বিল্ডিং, পুরাতন কলাভবন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে নবীনদের হাতে ফুল ও কলম তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় তারা নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। দেশের যেকোনো প্রতিকূল পরিবেশেও আমাদের অগ্রযাত্রা থেমে থাকেনি। একটি সুন্দর বিশ্ববিদ্যালয় গড়তে আমরা প্রস্তুত। নবীন শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।’
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন ব্যাচের এক হাজার ৮৮৯ জন শিক্ষার্থীকে ২১টি আবাসিক হলে বরাদ্দ দেয়া হয়েছে। নবীন শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হেল্প ডেস্ক চালু করা হয়েছে।