মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসি ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ প্রশাসনিক ব্যস্ততার মাঝেও নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করছেন।
ভিসির দায়িত্ব নেয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন।
দীর্ঘদিনের শিক্ষাদান অভ্যাস তিনি এখনো ধরে রেখেছেন। বর্তমানে ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের তিনি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগে ‘ইনট্রোডাকশন টু বায়োটেকনোলজি’ কোর্সটি পড়াচ্ছেন।
এ প্রসঙ্গে ড. আখন্দ বলেন, ‘জাপান ও বাংলাদেশ মিলিয়ে প্রায় ৩২ বছর গবেষণা ও পড়াশোনায় যুক্ত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়া আমি খুব উপভোগ করতাম। এখানে এসে প্রশাসনিক ব্যস্ততার কারণে আমার মনে হলো একটা শ্বাস নেয়ার পরিবেশ দরকার। তাই আমি নিজ থেকেই বিজিই বিভাগের চেয়ারম্যানকে বলি, আমি একটা ক্লাস নিতে চাই। তারা খুশি হয়েছেন। ক্লাস নেয়াটা আমাকে স্পিরিট দেয়, ছাত্র-ছাত্রীদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, পড়াশোনার অভ্যাসটাও বজায় থাকে। পুরো বিষয়টা আমাকে আনন্দ দেয়- ক্লাস নেয়াটা আমার কাছে শ্বাস নেয়ার মতো। এতে সারাদিনের কাজে শক্তি পাই। আমি জানি না আমার শিক্ষার্থীরা কতটা উপভোগ করছে, তবে আমি সত্যিই উপভোগ করি।’
বিজিই বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসটিই আমরা ভিসি স্যারের মাধ্যমেই শুরু করেছি। এটি আমাদের সারাজীবনের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। স্যার প্রথমেই আমাদের অনুপ্রেরণা দিয়েছিলেন, আমাদের ‘জুনিয়র স্কলার’ বলে সম্বোধন করে। আমরা স্যারের ক্লাস সত্যিই উপভোগ করি। এই কোর্সের মাধ্যমে প্রতিদিনই বায়োটেকনোলজির নতুন নতুন বিষয় ও আন্তর্জাতিক জগতের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি স্যার আমাদের বায়োটেকনোলজি পড়ে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখান।