এবার বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, আহত ১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বহিরাগতরা। এতে সাংবা‌দিক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছেন। ঘটনার পর থে‌কে ক‌্যাম্পা‌সে থমথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ব‌হিরাগত‌দের হামলায় আহত নারী শিক্ষার্থী
ব‌হিরাগত‌দের হামলায় আহত নারী শিক্ষার্থী |নয়া দিগন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বহিরাগতরা। এতে সাংবা‌দিক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছেন। ঘটনার পর থে‌কে ক‌্যাম্পা‌সে থমথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে।

রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রশাসনের উপস্থিতিতে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলন চলাকালীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগতরা। ঘটনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ‌্যালয় ক‌্যাম্পা‌সে বি‌ক্ষোভ মি‌ছিল কর‌ছেন। পরে প্রশাস‌নিক ভব‌নের বি‌ভিন্ন কক্ষে ইটপাট‌কেল নিক্ষেপ ক‌রে ভাঙচুর ক‌রেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রোববার বেলা ১১টার দিকে কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় সভায় উপস্থিত ভিসিসহ শিক্ষকদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২২৭ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। শিক্ষার্থীদের একটাই দাবি—‌‘এক পেশায় এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি’।