আন্তর্জাতিক সনদ যাচাই প্রক্রিয়া (অ্যাপোস্টিল) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিদেশে ক্যারিয়ার গঠনে আগ্রহী’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে ভিসি সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজিমদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অ্যাপোস্টিল উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যন্ত জরুরি একটি ইস্যু হলেও এ বিষয়ে এখনো যথেষ্ট সচেতনতা তৈরি হয়নি। ফলে অনেক শিক্ষার্থী এমনকি অভিবাসন প্রত্যাশী শিক্ষার্থীরাও দেশের বাইরে গিয়ে অনেক ক্ষেত্রে বিপাকে পড়ছেন।’
এ সময় তিনি শিক্ষার্থীদের অ্যাপোস্টিল প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা দেন।