চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিন দিন পিছিয়ে আগামী ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এদিকে নির্বাচনী প্রচারের সুবিধার্থে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। এছাড়া নির্বাচনের পরদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি জানান, ১২ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও এর আগে পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র পাঁচ কার্যদিবস সময় পেতেন। সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এ বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন। পরে বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করেছি। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। পরে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় গতকাল বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারিত থাকলেও তা বুধবার বিকেল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং অভিযোগ নিষ্পত্তির তারিখ ঠিক থাকবে। গতকাল সাতজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন।
তিনি আরো জানান, সংশোধিত তফসিল অনুযায়ী বুধবার প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। পরে বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় ২৭ হাজার ভোটার ওইদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষেই গণনা শুরু হবে।