চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব।

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) |সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ নামে এই প্যানেল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

জানা গেছে, ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে লড়বেন সাজ্জাদ হোসেন মুন্না।

তফসিল অনুযায়ী, চাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল আজ বৃহস্পতিবার। আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।