আবু সাদিক কায়েম সহ-সভাপতি (ভিপি) ও এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’’ প্যানেলের পক্ষ থেকে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এসময় ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম বলেন, ‘‘নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের কাছ থেকে পক্ষপাতহীন আচরণ প্রত্যাশা করছি। আমরা আশাবাদী আমাদের প্যানেলসহ অন্যান্য ছাত্র সংগঠন ও স্বাধীন প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনটি প্রাণবন্ত হয়ে উঠবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে আমরা শিগগিরই শিক্ষার্থীদের সামনে আমাদের ইশতেহার প্রকাশ করব।’’
সাদিক জানান, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা মেনে নিতে তাদের সংগঠন আন্তরিকতা দেখাবে।
প্যানেলে প্রার্থী হলেন যারা
সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে।
সদস্যপদ
সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন, আনাস বিন মনিরকে মনোনয়ন দেয়া হয়েছে।
এদিকে তাসনিম আফরোজ-মেঘমল্লারের নেতৃত্বে ডাকসুতে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল তাসনিম আফরোজ-মেঘমল্লারের নেতৃত্বে ডাকসুতে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল
এর আগে গতকাল সোমবার ছাত্রশিবির ডাকসু নির্বাচনের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি, জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চ-এর শিক্ষার্থীদের রাখা হয়েছে।