শাবিপ্রবিতে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সেমিনার

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম
বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন লার্নিং সেশন অন সোশ্যাল ইমোশনাল ওয়েলবিয়িং (এসইডব্লিউ)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: সাজেদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই অংশীজন হলো শিক্ষক ও শিক্ষার্থী। আমাদের এ দুই অংশের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সমান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা অত্যন্ত প্রয়োজন। একজন শিক্ষক থেকে যদি ভালো পরামর্শ, দিকনির্দেশনা ও শিক্ষা না আসে তাহলে ভালো শিক্ষার্থী গড়ে ওঠা সম্ভব নয়। তাই শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যমে কাছে টেনে নেয়া। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক যত দৃঢ় হবে শিক্ষার্থীরা তত কম হতাশ হবে এবং ইতিবাচকভাবে এগিয়ে যেতে পারবে।’

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম বলেন, ‘তোমাদের অ্যাকাডেমিক কার্যক্রম আরো বাড়াতে হবে। যত বেশি অ্যাকাডেমিক কার্যক্রমে যুক্ত থাকবে ততই তোমাদের ব্যস্ততা বাড়বে, ফলে হতাশা বা বিভ্রান্তি দূরে থাকবে। তোমাদের বয়স সম্ভাবনাময়, আর এ সময়টাই ভবিষ্যৎ গঠনের সোনালী সময়। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন বলেন, ‘পড়ালেখা করার জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। নিজেকে জানার বিকল্প নেই। নিজের সক্ষমতা, শক্তি ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে লক্ষ্য নির্ধারণ করতে হবে। নিজের ভালো গুণগুলো কাজে লাগাতে হবে।‘

এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক মোছা: জেসমিন পারভীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মুহ: মিজানুর রহমান। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। সেমিনার সঞ্চালনা করেন পলিটিকাল বিভাগের অধ্যাপক ড. মো: সাহাবুল হক।

এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগীয় ও দফতর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।