মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল রোববার

‘বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রোববার দুপুরের পর ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী।’

নয়া দিগন্ত অনলাইন
শুক্রবার এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়
শুক্রবার এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় |সংগৃহীত

সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে। এ দিন দুপুরের পর এ ফল প্রকাশ করা হতে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা: নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রোববার দুপুরের পর ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী।’

ফল আনুষ্ঠানিকভাবে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘গতবারও এভাবে হয়নি, এবারো না। যার যার ফল চলে যাবে। রেজাল্টের ওপর একটি সামারি দেয়া হবে।’

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। এবার নতুন যোগ হওয়া মানবিক গুণাবলি বিষয়ের কারণে শিক্ষার্থীরা ১৫ মিনিট বেশি পেয়েছেন। সারাদেশে একযোগে ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশ নেন এক লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি৷ প্রতি আসনের বিপরীতে লড়ছেন নয়জন করে শিক্ষার্থী।