নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

স্বাক্ষরিত এমওইউ’র মাধ্যমে নোবিপ্রবি তুরস্কের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা উন্নয়নে একযোগে কাজ করতে পারবে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিসিসহ অতিথিরা
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিসিসহ অতিথিরা |নয়া দিগন্ত

একাডেমিক কোলাবরেশন বৃদ্ধির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের কারাবুক ও দুযসে বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) ভিসির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে উভয়এমওইউতে স্বাক্ষর করেন ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে কারাবুক বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির রেক্টর অধ্যাপক ড. ফাতিহ কিরিশিক। আর দুযসে বিশ্ববিদ্যালয়ে পক্ষে রেক্টর নেদিম সোজবির এমওইউতে স্বাক্ষর করেন।

নোবিপ্রবি’র ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজকে স্বাক্ষরিত এমওইউ’র মাধ্যমে নোবিপ্রবি তুরস্কের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা উন্নয়নে একযোগে কাজ করতে পারবে। বিশেষত এর আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, জয়েন্ট টিচিং, স্টুডেন্ট সুপারভাইজিং, একচেঞ্জ একাডেমিক ও প্রশাসনিক স্টাফ এবং যৌথ রিসার্চ বেইসড কনফারেন্স ও সেমিনার কার্যক্রম পরিচালিত হবে। এ সময় তিনি আরও বলেন, চুক্তির আওতায় নোবিপ্রবি গবেষকদের জন্য তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল, ক্রস-কালচার ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যৌথ-সহযোগিতামূলক গবেষণা পরিচালনার দ্বার উন্মুক্ত হলো।

ভিসি আরও বলেন, আমাদের চারজন শিক্ষার্থী জাপানে অধ্যায়নের জন্য ভিসা পেয়েছেন। এ ভিসাপ্রাপ্তি আমদের জন্য অনেক আনন্দের। নোবিপ্রবিকে একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।

নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (আইসিইএ) অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের (আইসিইএ) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান, সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার (আইসিইএ) ড. খালেদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।