মাস্টার ট্রেইনার দিয়ে শিক্ষকদের ইন-হাউজ প্রশিক্ষণের নির্দেশ

কেন্দ্রীয়ভাবে দেশের সকল শিক্ষককে ঢাকায় এনে প্রশিক্ষণের ব্যবস্থা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ‘ইন-হাউজ’ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষকদের ইন-হাউজ প্রশিক্ষণের নির্দেশ
শিক্ষকদের ইন-হাউজ প্রশিক্ষণের নির্দেশ |ইন্টারনেট

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনারদের মাধ্যমে বিষয়ভিত্তিক ‘ইন-হাউজ’ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আজ সোমবার কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

এতে জানানো হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের (বেডু) সযোগিতায় ইতোমধ্যে নির্বাচিত শিক্ষকদের প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের ওপর ছয় দিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে। সম্প্রতি এই প্রশিক্ষণ কার্যক্রম রাজধানী ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হয়েছিল।

কমিটি জানিয়েছে, কেন্দ্রীয়ভাবে দেশের সকল শিক্ষককে ঢাকায় এনে প্রশিক্ষণের ব্যবস্থা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ‘ইন-হাউজ’ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের কাজে লাগিয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করতে হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই উপকৃত হবে। তবে কোনো প্রতিষ্ঠানে যদি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকেন, সেক্ষেত্রে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার ট্রেইনার এনে এই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, প্রশিক্ষণ কার্যক্রম সহজতর করতে ‘প্রশিক্ষণ ম্যানুয়েলের’ সফট কপি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

এই নির্দেশনার অনুলিপি দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সূত্র : বাসস