মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ১.০’।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ১.০’। বুধবার (১৫ অক্টোবর) আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

বৈচিত্র্যপূর্ণ এ আয়োজনের মধ্যে ছিল ফার্মা অলিম্পিয়াড, ফার্মেসি–সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিতর্ক ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।

সকালে ফার্মা অলিম্পিয়াডের মাধ্যমে কার্নিভালের কার্যক্রম শুরু হয় এবং বিকেলে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে।

এমন এক উৎসবমুখর আয়োজনকে ঘিরে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

আয়োজনের মূল লক্ষ্য ছিল—ফার্মাসিউটিক্যাল খাতের উদ্ভাবন, জ্ঞান ও ঐক্যের এক মিলনমেলায় শিল্প–বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য অংশীদারদের একত্রিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের প্রধান মো: রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের ছাত্র ও ডিবেট ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি মো: মোরশেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন—সহকারী অধ্যাপক মোহাম্মদ রাকিব আল মামুন, সহকারী অধ্যাপক ও ফার্মেসি ক্লাবের (ছাত্রী) মডারেটর রিক্তা বানু, সহকারী অধ্যাপক ও ক্লাবের (ছাত্র) মডারেটর ড. আহাদ আলী খান, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন, ক্লাবের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন এবং সেক্রেটারি মো. ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ফার্মেসি ক্লাবের নবনির্বাচিত ছাত্র ও ছাত্রী উইংয়ের কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য এবং জ্ঞানচর্চার উচ্ছ্বাস।