ইবিতে শিক্ষক নিয়োগের আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী নবীন বরণের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
বক্তব্য রাখেন ড. এস এম এ ফায়েজ
বক্তব্য রাখেন ড. এস এম এ ফায়েজ |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়সহ (ইবি) দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শূন্যপদে দ্রুত নিয়োগ মঞ্জুরের বিষয়ে আশ্বস্ত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী নবীন বরণের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালগুলোতে এত শিক্ষক স্বল্পতা, কিছু দিনের মধ্যে আমাদের একটি মিটিং হবে। সেখানে খালি পদগুলো মঞ্জুর করার বিষয়ে ডেফিনেটলি সর্বোচ্চ চেষ্টা করবো। ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু করতে পারি আমি করবো। এ পরিকল্পনা নিয়ে একটা টিম কাজ করছি।’

নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এদিকে নবীন বরণের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান।