রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়ায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, ইলিয়াস (২১), মহিউদ্দিন (১৮), মো: ওমর (২২) ও মাবিক (২১) নামে আহত চারজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তাদের কারো পায়ে, কারো মাথায় চোট লেগেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদরাসার ভেতরে একটি মিলাদ মাহফিলের অনুষ্ঠান চলছিল। সেই মাহফিলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



