বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের রুয়েট পরিদর্শন

‘ডিজিটাল উদ্যোগ এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প’ এর আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পসমূহের কার্যক্রম পরিদর্শনের আওতায় তারা এ পরিদর্শন করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রুয়েট পরিদর্শন করল বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
রুয়েট পরিদর্শন করল বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ |নয়া দিগন্ত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব পরিদর্শন করেছে। ‘ডিজিটাল উদ্যোগ এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প’ এর আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পসমূহের কার্যক্রম পরিদর্শনের আওতায় তারা এ পরিদর্শন করেন।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ হাব পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান মোহাম্মদ লুৎফর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (বিশ্ব ব্যাংক-৩) যুগ্মসচিব মুহাম্মদ রেজাউল করিম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৭) পরিচালক সাইফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (পরিকল্পনা-৩) উপসচিব আবদুল্লাহ আল মামুন ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) সুরাইয়া জাহান।

ডিজিটাল উদ্যোগ এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের অধীনে রুয়েটে চলমান ও সম্পন্ন হওয়া কোহোর্টগুলোর দলভিত্তিক আইডিয়া উপস্থাপনা, কো-লোকেশন ডাটা সেন্টার ও তথ্য প্রাপ্তির বিষয়ে আলোচনা এবং শিক্ষার্থীদের সাথে পারস্পরিক আলোচনা ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে বিস্তারিত মতামত নেন তারা। এছাড়া চলমান প্রকল্পসমূহের কার্যক্রম অগ্রগতি পরিদর্শন করেন।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রুয়েটের প্রকল্পাধীন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) বেলা ৩টার দিকে প্রতিনিধি দল রাজশাহীতে পৌঁছান। রুয়েটে পরিদর্শন শেষে শনিবার বিকেল ৫টায় দলটি ঢাকার উদ্দেশে রওনা দিবেন বলে জানা গেছে।

প্রতিনিধি দলের সফরকালে আরো উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও কো-টিটিএল মিস হোসনে ফেরদৌস সুমি ও রুয়েট ছাত্রকল্যাণ দফতরের পরিচালক ড. মো: রবিউল ইসলাম সরকার।