সম্প্রতি সংঘটিত ভূমিকম্পের পর সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনসমূহ থেকে অনতিবিলম্বে সরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি পুনরায় কঠোর নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় পঞ্চম তলা লাল বিল্ডিংয়ের উভয় পাশ এবং আবাসিক ভবন ‘মল্লিকা’কে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষার্থী যদি উল্লিখিত ঝুঁকিপূর্ণ ভবনসমূহে অবস্থান করেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তবে তার দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে না—এ বিষয়টি অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সবাইকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।



