আইআইইউসি প্রযুক্তি উৎসব ২০২৫ : আন্তঃবিশ্ববিদ্যালয় লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা সম্পন্ন

আন্তঃবিশ্ববিদ্যালয় লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইলেকট্রনিক ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগে (ইটিই) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
আইআইইউসি প্রযুক্তি উৎসব ২০২৫
আইআইইউসি প্রযুক্তি উৎসব ২০২৫ |নয়া দিগন্ত

আইআইইউসি প্রযুক্তি উৎসব ২০২৫-এর একটি প্রধান অঙ্গ হিসেবে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইলেকট্রনিক ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগে (ইটিই) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

৮ দিনব্যাপী (২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর) এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ৫০টি খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩২টি প্রতিভাবান দল ১৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। এতে মোট প্রাইজমানির পরিমাণ ৫ লাখ টাকার বেশি।

তারা প্রযুক্তির ক্ষেত্রে অভিনব চিন্তা, প্রকৌশলগত দক্ষতা এবং রোবটিক্সের প্রতি গভীর আগ্রহ প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের হল রুমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উৎসাহ, সৃজনশীলতা ও সুস্থ প্রতিদ্বন্দ্বিতার সমন্বয়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল।

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইটিই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম রূপম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ শমসুল আলম, মহানগর প্রকাশনীর চেয়ারম্যান তৌহিদুল মিনহাজ এবং প্রকৌশলী সৈয়দ জাহিদুর রাশিদ।

ইটিই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম রূপম প্রতিযোগিদের অভিনন্দন জানান এবং আয়োজন কমিটির প্রশংসা করেন। তিনি বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং গবেষণামূলক চিন্তাভাবনা বিকাশে অপরিহার্য ভূমিকা রাখে।’

অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম এই উদ্যোগকে উদ্ভাবনের এক গুরুত্বপূর্ণ উদ্বোধন হিসেবে আখ্যায়িত করেন এবং শিক্ষাক্ষেত্রে আরো বেশি প্রয়োগভিত্তিক ও নকশানির্ভর শেখার কার্যক্রম গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো নয়া দিগন্ত ও আমার দেশ।