চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের দিনের জন্য বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার সকালে কমিশনার ও সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই নির্দেশনা প্রকাশ করেন। আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ভোটারদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
ক্যাম্পাসে প্রবেশ ও পরিচয় যাচাই:-
১. ভোটারদের ক্যাম্পাসে প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশ পয়েন্ট যেমন: কাটা পাহাড় (বাণিজ্য অনুষদের সামনে), ৩ নম্বর গোডাউন (প্রফেসর ইউনুস ভবনের পূর্ব পাশে), শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে (লেডিস ঝুপড়ির সামনে) ব্যবহার করতে হবে।
২. ক্যাম্পাসে প্রবেশের সময় সকল শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক।
৩. প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভ্যালিড ব্যাংক পে-স্লিপ দেখিয়েও প্রবেশ করতে পারবেন।
ভোট কেন্দ্রে প্রবেশ ও ব্যালট গ্রহণ:-
১. নির্দিষ্ট ভবনের সামনের ব্যারিকেডে ভ্যালিড আইডি কার্ড দেখিয়ে মূল ফটক পার হতে হবে।
২. ভোটারদের চাকসুর ওয়েবসাইট থেকে আগে থেকেই নিজের ভোট কক্ষের নাম ও কেন্দ্রের অবস্থান জেনে নিতে হবে।
৩. প্রার্থীরা নিজ হলের কেন্দ্রে নিয়মমাফিক ভোট দেওয়ার পর পুনরায় নির্বাচনী কেন্দ্রে (বহিঃস্থ ব্যারিকেডের ভেতর) প্রবেশ করতে পারবেন না।
৪. কক্ষে প্রবেশের পর আইডি কার্ড ছবিযুক্ত ভোটার তালিকার সাথে মিলিয়ে দেখার পর নির্বাচন কর্মকর্তা স্বাক্ষর করে মোট পাঁচটি ব্যালট পেপার প্রদান করবেন:
৫. ব্যালট-১ থেকে ব্যালট-৪: কেন্দ্রীয় চাকসু নির্বাচনের জন্য।
৬. ব্যালট-৫: নিজ নিজ হল সংসদের নির্বাচনের জন্য।
গোপন কক্ষে ভোট প্রদানের পদ্ধতি:-
১. পাঁচটি ব্যালট নিয়ে নির্ধারিত গোপন কক্ষে প্রবেশ করতে হবে এবং কক্ষে রাখা নির্ধারিত পেন ব্যবহার করে পছন্দের প্রার্থীর নামের পাশের বৃত্ত সম্পূর্ণভাবে ভরাট করতে হবে।
২. ভোট প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণীয়:
৩. প্রতিটি পদের জন্য সাধারণত একটি করে বৃত্ত ভরাট করতে হবে।
৪. চাকসুতে নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ পাঁচটি, হল সংসদে সর্ব্বোচ্চ তিনটি এবং হোস্টেল সংসদে সর্ব্বোচ্চ তিনটি ভোট প্রদান করা যাবে।
৫. কোনো পদের জন্য নির্ধারিত সংখ্যার বেশি বৃত্ত ভরাট করলে শুধুমাত্র সেই পদের ভোটটি বাতিল হবে, অন্যান্য পদের ভোট বৈধ থাকবে।
ব্যালট জমা দেয়া ও কেন্দ্র ত্যাগ:-
১. ভোট সম্পন্ন করার পর গোপন কক্ষ থেকে বের হয়ে নিজ হাতে নির্দিষ্ট ব্যালটবাক্সে ব্যালট ফেলতে হবে:
২. চাকসু ব্যালট পৃষ্ঠা-১: ১ নম্বর বাক্সে।
৩. চাকসু ব্যালট পৃষ্ঠা-২: ২ নম্বর বাক্সে।
৪. চাকসু ব্যালট পৃষ্ঠা-৩: ৩ নম্বর বাক্সে।
৫. চাকসু ব্যালট পৃষ্ঠা-৪: ৪ নম্বর বাক্সে।
৬. হল সংসদের ব্যালট: হলের নাম লেখা আলাদা বাক্সে ফেলতে হবে।
৭. ব্যালট জমা দেওয়ার পর নির্ধারিত বিকল্প পথে কেন্দ্র ত্যাগ করে কেন্দ্রের প্রবাহ ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:-
১. ভোটগ্রহণ চলাকালীন সময়ে নির্বাচন কর্মকর্তা, পোলিং এজেন্ট, রোভার স্কাউট ও নিরাপত্তা সদস্যদের প্রতি অনুশাসিত ও সুশৃঙ্খল আচরণ করার অনুরোধ জানানো হলো।
২. কেন্দ্রের ভিড় কম থাকলে নিজ হলের ভোটাররা আইডি কার্ড ও অফিসিয়াল ড্রেস দেখিয়ে নির্বাচন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে লাইন ছাড়া ভোট দিতে পারবেন।
৩. ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কোনো রকম চাপ, প্রলোভন বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী আচরণ থেকে বিরত থাকতে হবে।
৪. কোনো সমস্যা বা অনিয়ম পরিলক্ষিত হলে অবিলম্বে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে : ০১৮১৯৩৮৭১২২, ০১৮২২৯০৭৭৬১৪।
নির্বাচন কমিশন আশা করে, শিক্ষার্থীদের সক্রিয়, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল অংশগ্রহণ চাকসু নির্বাচন ২০২৫-কে সাফল্যমন্ডিত করবে।