জকসু নির্বাচন

১৯ কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্রশিবির

জকসু নির্বাচনে ঘোষিত ১৯ কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস- এই তিন শীর্ষ পদেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন; বাকি কেন্দ্রের ফল প্রকাশের পর চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

নুর আলম, জবি সংবাদদাতা
১৯ কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্রশিবির
১৯ কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্রশিবির |নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএসে আব্দুল আলিম ও এজিএসে মাসুদ রানা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জকসু নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ১৯টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির-সমর্থিত মো: রিয়াজুল ইসলাম ২৮ ভোটে এগিয়ে রয়েছেন। ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ২ হাজার ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ২৮৪ ভোট।

এছাড়া জিএস পদে শিবির-সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৫২৯ ভোট, আর ছাত্রদল-সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৯৮ ভোট।

এজিএস পদে শিবির-সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ২ হাজার ২১৫ ভোট এবং ছাত্রদল-সমর্থিত বি এম আতিকুর তানজিল পেয়েছেন ১ হাজার ৯৮১ ভোট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৯টির ফলাফল প্রকাশ করা হয়েছে। অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল প্রকাশের পরই চূড়ান্ত ফলের চিত্র স্পষ্ট হবে। ভোটগ্রহণ-পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাস ও কেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।