নেকটার বিভিন্ন পদের লিখিত পরীক্ষা স্থগিত

স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি ও টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

নয়া দিগন্ত অনলাইন
নেকটার
নেকটার |সংগৃহীত

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়ার শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় বিভিন্ন পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইন্সট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার), সহকারী প্রশিক্ষক (গবেষণা), সহকারী প্রশিক্ষক (ইংরেজি), মেডিক্যাল অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি ও টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বাসস