খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান ও ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
বেগম খালেদা জিয়া ও নরেন্দ্র মোদি
বেগম খালেদা জিয়া ও নরেন্দ্র মোদি |ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে শোক জানান তিনি।

এক্সে নরেন্দ্র মোদি লেখেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্ব এবং তার শাসনকালে দু’দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

খালেদা জিয়ার সাথে তার সাক্ষাতের অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ২০১৫ সালে ঢাকায় তার সাথে উষ্ণ সাক্ষাতের কথা আমার স্মরণে রয়েছে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে।