ঢাকায় অনুষ্ঠাতব্য দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নেবে মালদ্বীপ

ঢাকায় শুরু হতে যাওয়া দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে মালদ্বীপের প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছে, যা বাংলাদেশ–মালদ্বীপ শিক্ষাগত সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলাম
মালদ্বীপের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলাম |সংগৃহীত

দক্ষিণ এশীয় অঞ্চলের উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) শুরু হতে যাওয়া তিন দিনের আঞ্চলিক সম্মেলনে অংশ নিচ্ছেন মালদ্বীপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদের নেতৃত্বে এই প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে। এই সফরে দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও আস্থা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) এ সফর উপক্রমকালে মালদ্বীপের প্রতিনিধিদলটি দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

বৈঠকে হাইকমিশনার শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বিদ্যমান শিক্ষা ও বৃত্তির সুযোগগুলো তুলে ধরেন। এসময় তিনি বলেন, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত সাতটি সরকারি চিকিৎসা বৃত্তি এখনো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না।

প্রত্যুত্তরে প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ জানান, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অর্জনকারী মালদ্বীপের চিকিৎসকরা নিজ দেশে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম বৃদ্ধি করেছে।

তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা-সংক্রান্ত তথ্যগুলো আরো ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয়ের প্রস্তাব দেন।

এছাড়াও তিনি জানান, এই বছরের সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।

বৈঠক শেষে প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের শুভেচ্ছা জানানো হয় এবং সফরকালীন সবধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।