খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসঙ্ঘের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতিসঙ্ঘ।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসঙ্ঘ (ইউএন)। একইসাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

জাতিসঙ্ঘের এক শোকবার্তায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসঙ্ঘ গভীর শোক প্রকাশ করছে।’

বার্তায় আরো বলা হয়, ‘এই শোকের সময়ে জাতিসঙ্ঘ সম্মানিত সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’

সূত্র : বাসস