পাকিস্তান সামরিক একাডেমির প্যারেডে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর লেডি ক্যাডেট জান্নাতুল মাওয়া পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে পেয়েছেন মর্যাদাপূর্ণ কমান্ড্যান্টের বিদেশী ক্যাডেট পদক। অসাধারণ সাফল্যের জন্য তাকে এ পদক প্রদান করেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএমএ-তে অনুষ্ঠিত এ পাসিং আউট প্যারেডে অংশ নেন ১৫২তম লং কোর্স, ৭১তম সমন্বিত কোর্স, ২৬তম লেডি ক্যাডেট কোর্স এবং ৩৭তম প্রযুক্তিগত স্নাতক কোর্সের ক্যাডেটরা।

এছাড়া ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীরাও এতে অংশ নেন।

কর্মকর্তারা জানিয়েছেন, লেডি ক্যাডেট জান্নাতুল মাওয়ার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার প্রতীক।