তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন নেপাল ও ভুটানের মন্ত্রীরা

জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সাথে দেখা করে এ শোকবার্তা হস্তান্তর করেন তারা।

নয়া দিগন্ত অনলাইন
তারেক রহমানের সাথে দেখা করে শোকবার্তা হস্তান্তর করা হয়
তারেক রহমানের সাথে দেখা করে শোকবার্তা হস্তান্তর করা হয় |ইন্টারনেট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেল।

আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সাথে দেখা করে এ শোকবার্তা হস্তান্তর করেন তারা।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান।

সূত্র : বাসস