সাথে ছিলেন ব‍্যারিস্টার আরমান

আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকে সেন্টারের প্রধান

আয়নাঘর পরিদর্শনকালে সেখানে কাটানো বন্দী জীবনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার আরমান। আবেগাপ্লুত হয়ে পড়েন ক্যারি কেনেডিও।

নয়া দিগন্ত অনলাইন
আরএফকে সেন্টারের প্রধান ক্যারি কেনেডি ও ব্যারিস্টার আরমান
আরএফকে সেন্টারের প্রধান ক্যারি কেনেডি ও ব্যারিস্টার আরমান |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান ও রবার্ট এফ কেনেডির মেয়ে ক্যারি কেনেডি মঙ্গলবার স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের গোপন নির্যাতন কেন্দ্র ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দীর্ঘ আট বছর ধরে গুম ও আয়নাঘরে বন্দী থাকা ব্যারিস্টার আরমান।

আয়নাঘর পরিদর্শনকালে সেখানে কাটানো বন্দী জীবনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার আরমান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্যারি কেনেডিও। তিনি ব্যারিস্টার আরমানকে সান্ত্বনা দেন।

ক্যারি কেনেডি শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের দমন-পীড়ন ও দুর্নীতির শাসনামলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। মানবাধিকার নিয়ে তার জোরালো অবস্থান ও আন্তর্জাতিক সচেতনতা তৈরিই ব্যারিস্টার আরমানকে আয়নাঘরে জীবিত রাখার অন্যতম কারণ ছিল।