নবীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধানক্ষেত থেকে সোহেল মিয়ার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
নবীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে
নবীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে |প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের ধানক্ষেতে থেকে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে সোহেল মিয়ার মৃত্যু হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

সোহেল মিয়া একই গ্রামের মজনু মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার থেকে সোহেল নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের একটি বিলের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে সোহেলের লাশ উদ্ধার করে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, বজ্রপাতে সোহেলের মৃত্যু হয়েছে। তার শরীরের অনেক অংশে পোড়ার দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসার পরই মৃত্যুর মূল রহস্য জানা যাবে।’

Topics