বাংলাদেশে এলে জাকির নায়েককে ফেরত চায় ভারত

বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন।

নয়া দিগন্ত অনলাইন
ডা. জাকির নায়েক
ডা. জাকির নায়েক |এএনআই

বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তাদের প্রত্যাশা যে জাকির নায়েক বাংলাদেশে এলে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। আমরা আশা করি তিনি যে দেশেই যাবেন, ওই দেশই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেবে।

উল্লেখ্য, আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের প্রোগ্রামে অংশ নেবেন ডা. জাকির নায়েক। এরপর ঢাকার বাইরেও কিছু প্রোগ্রামে অংশ নিতে পারেন তিনি।

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পড়ে ২০১৬ সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান জাকির নায়েক। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। ওই বছর তার পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়।

সূত্র : এএনআই