পররাষ্ট্র উপদেষ্টা

ব্রহ্মপুত্র উজানে চীনের বাঁধ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই

তারা এটা ঠিক একটা বাঁধ দিয়ে যে হাইড্রোপাওয়ার করার সিস্টেম, ওইটাতে তারা যাচ্ছেন না।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন |সংগৃহীত

তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে বাঁধ দিয়ে চীন যে পানিবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার ঘোষণা দিয়েছে, সেটি নিয়ে বাংলাদেশের বিচলিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা বলেন তৌহিদ হোসেন।

‘চীনের রাষ্ট্রদূত এসেছেন, তিনি আমার কাছে এক্সপ্লেইন করেছেন যে- তারা এটা ঠিক একটা বাঁধ দিয়ে যে হাইড্রোপাওয়ার করার সিস্টেম, ওইটাতে তারা যাচ্ছেন না। এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন, অনেকটা কয়েক ধাপে তারা এটা ব্যবহার করবেন পানির প্রবাহটাকে।’

তৌহিদ হোসেন বলেন, ‘তিনি নিশ্চয়তা দিয়েছেন, কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নেই এটাতে এবং কোনো পানি প্রত্যাহারের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই, আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই’।