সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে চীনের চিকিৎসক দল।
বর্তমানে বাংলাদেশ সফররত উহান থার্ড হাসপাতালের চীনা চিকিৎসক দল বাংলাদেশ ইনস্টিটিউট অব বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তাদের কাজ অব্যাহত রেখেছে।
এছাড়া দগ্ধ আহতদের চিকিৎসায় বাংলাদেশী পক্ষকে সহযোগিতা ও সহায়তা করার জন্য চীনা পক্ষ জোর দিয়েছে।
শনিবার (২৬ জুলাই) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, চিকিৎসক ও নার্সরা ক্ষত সংক্রমণ প্রতিরোধ এবং আহতদের নিয়মিত চিকিৎসার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশী চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন।
দূতাবাস জানিয়েছে, তারা রোগীদের অবস্থা পরীক্ষা ও ক্ষত পরিষ্কারে সহায়তা করেছেন। এছাড়া রোগীদের ড্রেসিং পরিবর্তন করেছেন। ধমনীতে ছিদ্র করতে সহায়তা করেছেন এবং অস্ত্রোপচারের জন্য দিকনির্দেশনা দিয়েছেন।
চীনের চিকিৎসক দল সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসক দল এবং বাংলাদেশী চিকিৎসকদের সাথেও পরামর্শ করেছে।