ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ প্রধানের শোক

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে; তিনি আইনের শাসন ও গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সংযম ও শান্ত থাকার আহ্বান জানান।

নয়া দিগন্ত অনলাইন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে |সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। একইসাথে সবাইকে সংযত থাকার, আইনের শাসন প্রতিষ্ঠার এবং গণমাধ্যমসহ সবার সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার এক বিবৃতিতে তিনি শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বাংলাদেশের মানুষের সাথে একাত্মতা পোষণ করেন। হাদির পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।

কমনওয়েলথ মহাসচিব আইনের শাসনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে কর্তৃপক্ষকে গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেন।

সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি এবং সংযম, দায়িত্বশীলতা ও বিদ্বেষ প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকার জানিয়ে অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিকে স্বাগত জানান তিনি।

এছাড়া কমনওয়েলথ মহাসচিব সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি সঙ্কটপূর্ণ এই সময়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও সহনশীলতা দেখানোরও অনুরোধ করেন।

সূত্র : বাসস