বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি যৌথ আরব-ইসলামিক সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিয়েছেন। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার পরিপ্রেক্ষিতে এ সম্মেলনটি ডাকা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে মূল বক্তব্য দেন ইসলামি সহযোগিতা সংস্থার (আইওসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা ও আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইত।
দুই দিনব্যাপী এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামীকাল। গাজায় চলমান ইসরাইলি সংঘাত নিরসনে কাতার যুক্তরাষ্ট্র ও মিসরের সাথে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি আগ্রাসনে ৬৪ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সম্মেলনে ইসরাইলি হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হবে বলে আশা করা হচ্ছে, যা আরব ও ইসলামি দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানকে প্রতিফলিত করবে।
উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আজ রোববার সকালে তিনি কাতার পৌঁছান। এ সময় তার সাথে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ফরহাদুল ইসলাম, আইওসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ ও কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হাজরত আলী খান।
এর আগে চলতি সপ্তাহে বাংলাদেশ স্পষ্টভাবে কাতারে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ সনদের লঙ্ঘন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আবারো কাতারের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সংহতি ব্যক্ত করেছে এবং অঞ্চলটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
সূত্র : বাসস