নিরাপত্তা উদ্বেগ থাকলে ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র : দূতাবাস

ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেয়া হয় না। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের লোগো
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের লোগো

নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করে না বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ বৃহস্প‌তিবার ভিসা সংক্রান্ত এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে দূতাবাস।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।

ওই বার্তায় আরো বলা হয়েছে, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেয়া হয় না। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেয়া হয়।

সূত্র : ইউএনবি