বাংলাদেশ সীমান্তের ৭৯ শতাংশে কাঁটাতার বসিয়েছে ভারত

বাংলাদেশ-ভারত চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার ২৩৯ কিলোমিটার কাঁটাতার বসানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশের সাথে সীমান্তে প্রায় ৭৯ শতাংশে কাঁটাতার বসিয়েছে ভারত। পাকিস্তানের সাথেও ৯৩ শতাংশের বেশি সীমান্তে কাঁটাতার বসিয়েছে দেশটি। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোকসভাকে জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতার বসানো হচ্ছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে দুই হাজার ২৮৯ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে দুই হাজার ১৩৫ কিলোমিটার সীমান্তে কাঁটাতার বসানো হয়েছে নয়াদিল্লি। এদিকে বাংলাদেশ-ভারত চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার ২৩৯ কিলোমিটার কাঁটাতার বসানো হয়েছে।

এছাড়াও ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে এক হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্তের মধ্যে নয় কিলোমিটারে কাঁটাতার বসানো হয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তা জোরদারের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ভারতের ১৫ হাজার ১০৬.৭ কিলোমিটার স্থল সীমান্ত এবং সাত হাজার ৫১৬.৬ কিলোমিটার উপকূলরেখা রয়েছে। এর মধ্যে দ্বীপ অঞ্চলও রয়েছে। মোট সাত দেশের সাথে ভারত স্থলসীমা ভাগাভাগি করে। এগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে।

সূত্র : এনডিটিভি