ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত : প্রধান উপদেষ্টা

‘দায়িত্ব নেয়ার এক বছরের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধার করেছে অন্তর্বর্তী সরকার।’

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম |সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ।

মঙ্গলবার মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার এক বছরের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধার করেছে অন্তর্বর্তী সরকার। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।’

এসময় রোহিঙ্গা সঙ্কট সমাধানেও মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার ব্যবসায়ীদেরও আহ্বান জানান তিনি।

এছাড়া বাংলাদেশের তরুণদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান ড. মুহাম্মদ ইউনূস।

সূত্র : বিবিসি