মালদ্বীপের প্রেসিডেন্টকে আম উপহার দিলেন ড. ইউনূস

এশিয়ার এ দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এ উপহার ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওমর ফারুক, মালদ্বীপ
দেশটির পক্ষে এ উপহার গ্রহণ করেন বাদুরা সাইদ
দেশটির পক্ষে এ উপহার গ্রহণ করেন বাদুরা সাইদ |নয়া দিগন্ত

দুই দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জের জন্য প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপহারের এ আম হস্তান্তর করা হয়।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্মসচিব বাদুরা সাইদের কাছে এ উপহার হস্তান্তর করেন।

এদিকে উপহার পেয়ে মালদ্বীপ প্রেসিডেন্টের পক্ষ থেকে বাদুরা সাইদ ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে অভিন্ন সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে আন্তরিক সম্পর্ক বিরাজ করছে। এশিয়ার এ দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এ উপহার ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।