বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত সফর

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন |সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে শনিবার (১৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা প্রধানের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাইয়ে অনুষ্ঠিতব্য দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্সে ২০২৫ (ডিআইএসিসি ২০২৫) ও দুবাই এয়ার শো ২০২৫-এ অংশ নেবেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান আগামী ২০ নভেম্বর দেশে ফিরবেন।